যখন আলমারির গোপন জায়গায় সোনার বস্কে একটি মাএ গলার হার অনুপস্থিত ছিল। সে দিন থেকে আমার নিজের প্রতি বিশ্বাস চলে গেছিল। বারবার একই ভূল, মনে হয় এবার আমার স্রতিশক্তি লোপ পেয়েছে। কাওকে কিছু না বলে, বড় জা কে ডাকলাম বললাম আমার সোনা বঙ্কটা আপনি রাখেন। বড় জা কোন কারণ জিজ্ঞেসা না করে, বরং বস্কটা নিয়ে চলে গেল। আমি কিছুক্ষন বিছানার উপর নিরব হয়ে বসে থাকলা,, চোখের কোনাদিয়ে মনের অজন্তে পানি পড়ছে কিছু সময় পর চলে আসলাম নিজের চিরপরিচিত বাসা মেছে বা ভাড়া বাড়ি। পড়াশুনা আমার মন বসে না, ভাবি কিভাবে নিজে এত careless হতে পারি। দু'মাস আগে ও শাশুড়ি মায়ের একটি কানের হারিয়েছি, শাশুড়িমা রাখতে দিয়েছিল আমার কাছে। নতুন বিয়ে হয়েছে আমার। আমার নাম নীলা। ভালবেসে খুব কষ্টে পরিবারের সম্মতিতে বিয়ে হয় আমাদের। খুব ভাল পছন্দ করে না কেউ সেটা বুঝি। ভালবেসে বিয়ে করেছি যে। দিন চলে যায় সোনা আর খুঁজে পায়ছি না সবায় অপয়া বলে, সামনে না বললে ও পেছনে বলে। নিজের টেনশন বাড়তেি থাকে। পাশে শান্তনা দেবার মত কেউ নেই।স্বামী চাকুরীর সূএে বাহিরে থা কে । সে আমাকে careless উপাধি দ...