Posts

Showing posts with the label narimokti part 3

narimokti part 3

 আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। আমি ভাবছিলাম কি ভাবে মানুষ বাস্তবে এত ভালো অভিনয় করতে পারে।অতীতের কথা খুব মনে পড়ছিল যখন শাশুড়ী মায়ের কানের দুল একটা হারিয়ে গিয়েছিল ঘটনাটা হলো.......আমি যেহেতু শহরে থাকতাম পড়াশোনা করার জন্য বর বাড়ি এসেছিল তাই আমি ও বাড়ি ছিলাম, বাড়িতে সবাই আমাকে ভালোবাসতে শুরু করেছে সে মুহূর্তে আমার সাথে এসব আজব ঘটনা গুলো ঘটতেই থাকে ……সেদিন আমার শাশুড়ী মায়ের সোনার দুলের মত সিটিগোল্ট দুল আনতে বললে আমি কিনে আনি। বাড়ি এসে মায়ের কানের দুল (সোনার) খুলে কেনা দুলটা পরায় দি,কিন্তু মা বলল বউমা এ দুল অনেক বড় আমার পছন্দ হচ্ছে না। তুমি খুলে রেখে দাও,মায়ের কথামত আমি খুলে রাখি এবং সোনার দুল ও আপাতত রাখতে বলে সুতরাং আমি সোনা এবং কেনা কানের দুল একইবস্কে রেখে সু-কেসের মধ্যে রাখি। আমি তালা দিয় নাই।কারণ শাশুড়ী মা বলছিল আমরা সবাই এক তাই আর কাউকে পর ভেবে তালা দিই নাই,বর চলে যাবে তাই আমরা ১দিনের জন্য বাবার বাড়ি বেড়াতে গেলাম। পরের এসে রাতে বরের জিনিসপএ গোছাছিলাম তখন বস্কটা সামনে আসাই ভাবলাম চলে যাব যেহেতু তাহলে মাকে কানে দুল দুইটা দিয়ে দি,কিন্তু কানের বস্কখুলে দেখি কানের সোনার দুল একটা না...